মালদা

শব দাহ করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, ঘটনায় আহত ২০ জন শ্মশান যাত্রী

শবদাহ করে বাড়ি ফেরার পথে ট্রাক্টর নয়নজলিতে পড়ে দুর্ঘটনা। ঘটনায় আহত ২০ জন শ্মশান যাত্রী। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার রাতে ইংরেজবাজার থানার সাদুল্লাপুর শ্মশান এলাকায়। 

জানা গিয়েছে, ইংরেজবাজার থানার কাজী গ্রামের বাসিন্দা মিঠুন মন্ডল(২৬) নামে এক যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তার শবদাহ করতে সাদুল্লাপুর শ্মশানে যায় আত্মীয়পরিজন। দাহ করে ট্রাক্টরে করে বাড়ি ফেরছিল শ্মশানযাত্রীরা। ফেরার সময় ট্রাক্টর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যার দরুন রাস্তার পাশে থাকা নয়নজলিতে গিয়ে পড়ে। দুর্ঘটনার কবলে পড়ে অল্প বিস্তর আহত হন প্রত্যেকেই। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশঙ্কাজনক ২ জনের নাম, দেবনাথ মন্ডল(২২) এবং গোপাল মন্ডল(৪৬)। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ।

এবিষয়ে আহত এক শ্মশান যাত্রী অভয় মন্ডল জানান, এদিন শবদাহ করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে।